খঞ্জ
---
যখন খন খন খন
করে খনন, পাখী খঞ্জন,
মহাকাল থেকে ছিন্ন করে ক্ষণ,
খঞ্জনী বাজে ঝন ঝন।
কেন বা ছিনিয়ে আনা
টুকরো টুকরো ক্ষণ,
সময়কে কেটে নিয়ে
কর খোঁড়াখুঁড়ি,
তারপর ছন্দের তালে-
ইই-যঃ, ইই-যঃ, ইই-যঃ;
হেঁটে চল খঞ্জ তুমি,
যেন খুঁড়ে চল অবিরাম।
খঞ্জকারী করে খঞ্জ,
করে বিবশ, অভাবে স্বভাব নষ্ট,
খঞ্জকারীই অতঃপর কলাই খেঁসারি,
খেসারত দাও অবশেষে,
তার ক্ষণ মিলায় মহাকালে,
ক্ষণ ছিন্ন হয় মহাকাল থেকে,
খঞ্জ চলে তার নিজস্ব ছন্দে।
খঞ্জন পাখী গঞ্জনা নয়,
সে করে খনন,
খন খন খন---
মহাকাল থেকে
কিছুটা ক্ষণের ছিন্ন প্রকাশ।
৩০/০৯/২০