ক্ষয়
---
সম্পূর্ণা অসম্পূর্ণ থাকে অস্পৃষ্ট বলয়ে
সম্পূর্ণা বিলুপ্ত হয় অস্পৃষ্য বলয়ে।
রিক্ত,অস্পষ্টতা যোজিত হয় বৃত্তবন্দী গেহে,
বিমূর্ত মুহুর্তরা থমকে থাকে
থমকে দাড়ায় বিমুগ্ধ শশাঙ্ক শুক্লা দ্বাদশীতে,
বিমূঢ় শঙ্খচিল ধায় অসীম শূন্যতায়।
শুষ্ক,জীর্ণ অঞ্চল লুটায় তীব্র কলহে,
জরাগ্রস্থ হৃদপিণ্ড আজ
দগ্ধ,ক্ষত বিহীন রুক্ষ সুতীব্র আঘাতে।
অসম্পূর্ণা সম্পূর্ণা হতে চেয়ে
ক্রমশ আরও অসম্পূর্ণা।
ক্রমশ ধাবমান বিন্দুতে,অতঃপর স্থির।
স্থির বিন্দু লয়ের লগ্নে,
অতঃপর ম্রিয়মাণ আর ক্ষয়।
অসম্পূর্ণ বিন্দু সিন্ধুতে হলনা সম্পূর্ণ,
বেগবান এখন তীব্র ক্ষয়ের পালায়,
চূর্ণ বিচূর্ণ নির্গমন অতঃপর।
২০/৯/১৮