খিল
---
খিলি পানে খিল থাকে,
ঘরে থাকে খিল,
মনে খিল এঁটে থাকে
ঘোর সে বখিল।
এ জগতে খিল আছে
নয় ঢোকা সোজা,
খিল জমি করে চাষ
ভেঙে তার বোঝা।
দরজায় খিল দিয়ে
ঘর করে রক্ষে,
খিল খিল হাসি হাসে
খিল থাকে পক্ষে।
মানুষ যদি খিল মারে
কঠিন সে মন,
খিল খুলে দিয়ে যদি
হও প্রিয়জন।
প্রয়োজনে খিল চাই,
বইয়ে আছে খিল
খিলের বাইরে থাকে
দুনিয়া অখিল।
নিখিলের খিল ছিল
হল খোলা খিল,
নেই খিল কোনদিন
সেইতো অখিল।
* অখিল আর নিখিল এক নয়। অখিল হল চিরমুক্ত, অসীম, তার কোনদিন খিল থাকেই না। আর যার খিল ছিল, খিল থাকে, কিন্তু খুলে দেওয়ার পর সে নিখিল। অখিল যেন বনের পাখী, চিরমুক্ত; আর নিখিল যেন খাঁচার পাখী, যাকে মুক্ত করা হয়েছে। বনের পাখী মুক্তির স্বাদ বোঝে না, কিন্তু খাঁচার পাখী মুক্তির কী স্বাদ তা ঠিক বোঝে।
খিল মানে তালা।
২৬/১০/২১