খাঁখাঁ
---
খিদে পেলে ছিঁড়ে খাই,
দাঁত দিয়ে কেটে খাই
থালা হাতে পাতে বসে,
খাত করে খাই রসে।

খেত কেটে খাত করে
খানা বলে বাড়ী গড়ে
খাওয়া হলে খাই হয়,
সসীমতা খাই-য়ে রয়।

অসীম রহস্যময় খাঁই
প্রবল শূন্যতায় পাই
ক্ষ থেকে পাই খাই,
ক্ষং হলে খাঁই খাঁই।

প্রবল খাঁই করে খাঁখাঁ
জনশূন্য হয়ে ফাঁকা
ফাঁকা মাঠে থাকে খাঁই,
বিরান বাড়ীঘরও তাই।

খাঁখাঁ তেড়ে আসে খেতে,
অসীম শূন্যতা চায়না যেতে
রাক্ষস হাঁউ-মাঁউ-খাঁউ,
বলে মানুষের গন্ধ পাও।

পেত্নীরও সুর সে নাকি,
কথা শুনে চুপ থাকি
খাঁই বেশী আছে যার,
সব রহস্যময় থাকে তার।

খাঁ খাঁ রোদ্দুরে মাঠ,
জনশূন্য থাকে পথঘাট।
অসীম রহস্যময় চন্দ্রবিন্দু,
খাঁ খাঁ করে মহাশূন্য সিন্ধু।
২/৯/২০