কেউ রাখে না মনে
--- রুবি বিনতে মনোয়ার

যতদিন থাকা ততদিনই থাকা,
ঝরে গেলেই শেষ হল,
বুদবুদ মিলিয়ে যায় অসীম অনন্তে
এরপর কেউ মনে রাখে কি?
যতদিন তোমার সুবাস
ততদিন প্রিয় তুমি,
তুমি বিনে অমাবস্যা দিন আর রাত্র
বিবমিষা জাগে সমস্তে, কাতরায় মন।
তোমার প্রস্থানে প্রলম্বিত দীর্ঘশ্বাস,
এতটুকু থামা, ফের ডাকে ফিরে
এ জীবন, থেমে থাকে না,
তুমিই শুধু একা একা কাঁদো।
তোমার যাবার সময় একটু ফিরে দেখ
রূপালী চাঁদ আগের মতই
ফিকফিক হাসে,
আগের মতই বনে আসে বসন্ত।
এখানে নতুন ফুলের জয়গান,
কে কোথায় ঝরে গেল
কোন ফুল ঝরে গেল
কেউ রাখে না মনে আর তাকে।
১০/১১/২১