কেশরী
--
কালচুল বেঁধেছি, যতনে রেখেছি চুল,
আঁচলে চাবি, সংসার সমরাঙ্গন দেখ
আপনি আমার হাতে।
নিকেশ তুমি, হিসেব যতই পাকাপোক্ত,
কচ বিনে ভূলুণ্ঠিত যে, বৃথাই কচকচি তার;
কেশরী যে সেই তো অলঙ্কৃত করে গৌরবাসন।
ইন্দ্রলুপ্ত ছিলে না বটে, কৌশলে
করেছ অপহরণ, বেশবাস চাপিয়ে দিয়ে
আমাতে!

চিরদিন সুকেশিনী যারে চিনে সকলে,
কেন গো বাড়াও হাত অধিকারে মম!
যতই কর বাড়াবাড়ি -
তুমি হবেই কর্পদকশূন্য -
জোয়ারের বেলা শেষে
কোপায় সিংহহৃদয় কারে আর
ভাটায় তুমি কচকচ কর।
আমি বেঁধেছি সুদৃশ্য বেণি -
বেনিয়া তোমার শিরস্ত্রানে
লুকোনো পাপেরা কাঁদে।
আমি তো কালকেশ যতনে বাঁধি,
অঞ্চলে চাবি,
মুঠোয় থাকো তুমি এবং
পৃথিবী তোমার।
২২/০৬/২০