কেবল তুমি
--
একা তুমি বসে থাকো
শূন্য মেঘের মাঝে,
রাত প্রহরে তোমায় ঘিরে
হাজার পরীর নাচন,
মুগ্ধ চোখে দেখে সবাই,
তুমি থাকো তোমার মতো।
দাও না দেখা,
থাকো কেমন ঘোরের মাঝে,
দূরের বাতাস কুড়িয়ে আনে
তোমার বাঁশীর সুর।
অনেক আলোর ঝর্ণাধারা
তোমার পরশ পেয়ে
হেসে ওঠে, জেগে ওঠৈ
কেবল তুমিই থাকো
তোমার মত।
যায় না ছোঁয়া যারে,
অনুভবের ভীষণ পারে
তোমার আনাগোনা।
১৮/১১/২০