কে গো তুমি
-----
কে গো তুমি ভিখ নিতে আসো!
দ্বারে দ্বারে করে করাঘাত!
তুমি কি অতিথি! তিথি গুণে কর আগমন!
কে গো তুমি, দ্বারে দ্বারে রচো পুষ্প বিতান!
তোমার আগমন কালে গৃহস্বামী খুশিতে চঞ্চল,
গৃহলক্ষী মুষ্ঠিতে চাল নিয়ে পাত্র ভরেছে,
উজাড় করে দিলে তোমার বাসনে,
তুমি অঞ্জলী পেতে নিলে -
তখন উদিত সূর্যের বিকিরিত কিরণ করে সমুজ্জ্বল
অন্ধকার যত।
সবুজ শস্যে পূর্ণ হয় গোলা
আশির্বাদ ঝরে ঝরে পড়ে,
পরিতৃপ্ত আত্মার বিগলিত প্রার্থনায় পবিত্র পৃথিবী।
দানে আর গ্রহণে যখন থাকে সমুচ্চতায়
তখনি ফোটে সহস্রাব্দের ফুল।
---২৭/০৭/২০