কান্না থামে না
--
যে হারায়, সে জানে কী হারায়,
সান্ত্বনা দেয় না মুছে হৃদয়ের ক্ষত,
অলক্ষ্যে অগোচরে পুড়ে মন।

জীবনের খেয়া যদিও বয়ে চলে
টিক টিক ঘড়ির পেন্ডুলামের মত,
তবু স্থবিরতা আসে তনুমনে।

কত আর মিথ্যে স্বপ্ন ভুলাবে মন,
কত আর মরিচীকায় জুড়াবে দৃষ্টি
যখন তৃষ্ণায় তপ্ত দেহ ক্লান্ত মন।

কিসের ব্যথায় আকাশ কাঁদে কেউ কি জানে!
কী বেদনায় হৃদয় কাঁদে কেউ কি জানে!
বৃষ্টি শেষে আকাশ থামে,হৃদয়ের কান্না থামে না।
--০৯/০১/২০২০