কাঞ্চন
--
যদিও ফাল্গুন চলে গেছে দূরে সরে
তবুও কাঞ্চন ফুটে আছে থরে থরে।
সবুজের ফাঁকে ফাঁকে নীলাভ কায়া,
হৃদয়ের কোণে কোণে ছড়ায় মায়া।
বাড়িয়ে হাত ডাকে আকাশে,
দাঁড়িয়ে পটে যেন আঁকা সে।
ঝরে যাবে তবু সুখে,
ঢলে পড়ে বিনে দুখে।
চিত্তে তরঙ্গ নাচে,
নৃত্যে বিহঙ্গ কাছে।
কাঞ্চন দোলে,
ভুবন ভোলে।
০৪/০৩/২০