যোগফল শূন্য
----
ওখানে এখন স্মৃতিরা পড়ে আছে শুধু,
সাথে কিছু ছেঁড়া কাগজ,
আর কিছু দুর্বাঘাস
কিছু পড়ে আছে আমাদের স্মৃতি,
কিছু একত্রে কাটানো মুহূর্ত
আর আমাদের স্বপ্নগুলো।

আর কিছু কি অবশিষ্ট আছে?
প্রত্যাশা আর প্রাপ্তিতে ছিল না সন্ধি,
ছিল না অমলিন যোগফল
শুধু জীবনে কিছু নিষ্ফল মনোবেদনা যুক্ত
নদীর পাড় ভেঙে যায়, সবাই তা দেখে,
আকাশে কাল মেঘ,
ধেয়ে আসে বজ্রতুফান, দৃশ্যমান তাও।

যখন হয় ক্ষতবিক্ষত অন্তপুর,
হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়
কেউ তা দেখে না
দেখে না তো কেউ যখন
খুব নীরবে রক্তাক্ত হৃদয়ে ঝরে
অশ্রু বিহীন জলপ্রপাত।

অজস্র গোলাপ হেসেছিলো সেদিন,
অজস্র প্রজাপতি ডানা মেলেছিল,
অজস্র কথারা বাঁধ ভেঙে মুখর হয়েছিল
যে কথা দিয়েছিলে, তাইতো ফিরিয়ে নিলে,
কোথায়, কখন চৈত্রের খরায় দগ্ধ প্রান্তর,
ফিরে দেখার অবকাশ ছিল-টা কই তোমার?
শুধুই যোগফল শূন্য জীবনের।

এখন নীরবতা নেমেছে আঁধারে,
আঁধারের সাথে তন্দ্রা জাগে,
আর কি জাগে আহত বেদনারা?
অবশেষে সব অপ্রাপ্তি ভাসিয়ে দেয় তরী
অকূল সমুদ্রে,
যদি দেখা মেলে, যদি তরী ভীড়ে
আশার অজানা বন্দরে।
২৩/১২/১৮