যুদ্ধ কেন
---
কেন তুমি যু দ্ধে যাবে!
র ক্ত, আর্তনাদ তোমার কি ভাল লাগে?
যু দ্ধ তো অ স্ত্র দিয়ে হয়
অনেক যু দ্ধ আছে, যাতে অ স্ত্র লাগে না,
তুমি কি সে যু দ্ধের বিষয়ে জানো?
জানো তো।
কারও আজীবন যু দ্ধ দুমুঠো খাবারের জন্য,
কারও অশ্রুপাত আশ্রয়ের,
কারও প্রাণপাত কেবলই স্বীকৃতির,
তোমার দৃষ্টি সীমাবদ্ধ সাম্রাজ্য বিস্তারে।
তবু তুমি যুদ্ধে যাবে, কারণ তোমার যে আরও চাই,
তোমার র ক্ত চাই, অ স্ত্র চাই, নারী চাই, জমি চাই,
তুমি র ক্তের নেশায় উন্মুখ থাকো,
তোমার অ স্ত্রে লেগে থাকে লাল চিহ্ন
তোমার চিন্তায় দখলের নেশা,
অতঃপর কে তোমায় করবে বিরত!
কেউ নেই, ন্যায়দণ্ড থাকে না সমুন্নত
সত্যের অপলাপে মিথ্যার জয়গান,
মিথ্যার বেসাতি মর্ত্য জুড়ে।
নিজের মানদণ্ড স্থিরীকৃত নিজেরই সূচকে
তোমার জয়গান তোমারই ছন্দগানে,
ছদ্মবেশে জয় কর ভক্তের হৃদয়,
অথচ মিথ্যের বসতি তোমার সমস্ত জুড়ে,
মিথ্যার বেসাতি জগৎ জুড়ে
গড়েছ কল্পনার আশ্রয়ে মেকী সাম্রাজ্য
আর তুমি যু দ্ধ যু দ্ধ খেলায়
মাতিয়ে রাখো ত্রিভুবন।
১৫/৬/২৪