জলপাই রঙ
---
চুপি চুপি চিঠি লিখেছি নীল আকাশের গায়ে
তারায় তারায়, তুমি সময় পেলে জানালা খুলে পড়ে নিও
তুমি অবহেলায় পাশ কাটিয়ে যেও না,
আমি বহুদিন ধরে বহু যতন করে
হদয়রাঙা রক্ত দিয়ে লিখেছি যে চিঠি
সে শুধু তুমি পড়বে বলে,
এ চিঠির ভাষা তুৃমি ছাড়া বুঝবে না কেউ,অন্য কোনজনে।
তুমি একটু সময় দিও আমার মনের কথা যে চিঠিতে আছে,
আছে তোমার আমার বিরহ গাঁথা,তুমি একটু সময় করে পড়ে নিও,
চিঠিটা লিখেছি জলপাই রঙের খামে
দূর থেকে মনে হবে একরাশ গাঢ় সবুজ নেমেছে তোমার হাতে
তুমি পড়বে আর মিটিমিটি হাসবে
বুঝি সময় থমকে যাবে তোমার আমার সেই পৃথিবীতে।
১৫/১২/১৬