জলহীন
---
তোমার আছে ক্রন্দসী আকাশ
ওখানে অনেক জল,
চৈত্রের খরা এখন আমার দু’চোখে
ঝরে না শ্রাবণ, ডাকে না প্লাবণ
নিত্যকালের বিপরীত স্রোতে
আমি ডুবেছি রোদনের অথই নির্জলে।
পাষাণপুরীতে অগ্নিমন্থন চলে
জলশূন্য চরাচর,
আমায় দাও এক টুকরো নীল আকাশ
আমি প্রাণ ভরে নিই জীবনের শ্বাস,
যা ছিল খেয়ালে, যা ছিল নিভৃতে
সবি তার হল লয়,
কেমনে ধরে রাখি প্রাণ
জীবন যেন এখন জ্বলন্ত লাভার স্রোত,
উত্তপ্ত দহনে কাটে বিরহের কাল।
আর হবে না দেখা, হবে না কথা
সংঘর্ষের ক্ষণকাল পরেই
দ্বি-মুখী যাত্রা শুরু, উদ্বেগে যত উদ্যোগ।
১৮/০৭/২১