যদি আবার  
-----
আবার যদি তুমি হতাম
হাসি দিয়ে ফুল ছড়াতাম
আবার যদি তুমি হতাম,
নতুন করে মন সাজাতাম।

পোড়া মনে অনেক কালি,
জমা অনেক ধুলো বালি
আয়না এনে সামনে দেখি,
জীবনটা যে পুরোই মেকি।

নিজের বিচার নিজেই করি,
দুঃখ হৃদে পাষাণ পুরী
অমন করে মিষ্টি হাসি,
ভুবন মোহন ভালবাসি।

ভালবাসি আলোর ভুবন
কিন্তু তাতো হয়না শোভন
তোমার হাসির মিষ্টি মায়া,
দেখে ভুলাই আপন কায়া।

আবার যদি শিশু হতাম,
জীবনটাকে ফুল সাজাতাম
বিধাতা তো নিজের হাতে,
বিধিলিপি দিলেন পাতে।

কেমন করে এড়িয়ে যাব?
মধুর জীবন কোথায় পাব
কেমন করে স্বর্গ হতে,
আসো তুমি এই ধরাতে।

পাষাণ হৃদয় ছিন্ন করি,
আলোয় তুমি দাওগো ভরি
তাইতো তোমায় দেখলে আমি,
দুঃখ ভুলে একটু থামি।

তোমার কচি ছোট্ট মুখে
হারাই যে গো স্বর্গসুখে
শিশু হতাম আবার যদি
থাকত সুখ নিরবধি।
৭/৬/২০১৮