জীবন কড়চা
--
জীবনগুলো হলো মশা মাছির জীবনের মতো
কারো কারো জীবনের মতো নয়।
কারো কারো জীবন অনেক দামী,
বহু অর্থমূল্য দিয়ে কেনা হয়ে থাকে
বেঁচে থাকার শ্বাসগুলো।
কারো কারো জীবনে সময় অনেক দামী,
কারো কারো জীবনে সময়ের কোনো দাম নেই।
কারো কারো জীবন কলঙ্কিত থাকে অকৃত অজানা ভুলে,
রঙ চড়ানো বহু বহু ভুল দুলে
বহুমূল্য অলঙ্কারের মতো।
কারো কারো জীবন থাকে নির্ভুল,
সাদাপাতার মতো, ধবধবে সাদা জীবনের পাতা।
ওখানে থাকে কেবলই নির্ভুল আলেখ্য-
থাকে স্তুতিদের বসবাস,থাকে দর্প, থাকে
বিবিধ অলঙ্কারে বর্ণিল কথার কারুকার্য।
আকাশ! তুমি কেবলই দেখে যাও,
মাটি কেবলই সয়ে যাও তুমি,
আর মিছেই নীল প্রজাপতি খেলে যায়
সুস্পষ্ট বিভক্ত সীমানার সীমারেখায়।
বহু বহু দ্বন্দ্ব,বহু বহু বিভক্তি ক্রুর হাসি হাসে
অদৃশ্য রহস্যময় অন্তরালে,
অন্তিমে থাকে মুহূর্তরা অসহায় রক্তাক্ত কান্নায়।
বেশ ফুরফুরে মেজাজে সৌখিন বাগে
ফোটে থাকে অজস্র ফুলেরা,
ঘ্রাণে মোহিত হয় কারো কারো প্রতিটি প্রহর।
আর দলিত মথিত হয় পদতলে ঘাসফুল শুধু,
মালা গাঁথা হয় বহুমূল্য ফুলেই কেবল,
ঘাসফুল অনাদৃত।
সবখানে থাকে সুস্পষ্ট বিভক্তির সীমারেখা
জীবিতদের জীবৎকালে,
কত রেখে, কত ঢেকে অর্ধস্ফুট প্রতিবাদ,
কত রেখে কত ঢেকে কত যতনে চাঁদ
লুকোয় তার কলঙ্কের তাজ।
২৪/৬/১৯