জীবন এখানে
--
পাড় ধ্বসে পড়ে,
উত্তাল ঢেউয়ের পরে
এখানেও কিছু মানুষ বাস করে
কখনো স্থবির তা
কখনো বা সচলতা,
কখনো ভাব সায়রে দেয় বার্তা।
এখানে হরিৎ বর্ণ,
প্রকৃতিতে যেন স্বর্ণ
দুলের মত দোলে যেন তা কর্ণ
পরিযায়ী পাখিরা
সাথে থাকা বাকিরা
আকাশে উড়ে, অপূর্ব দৃষ্টিহরা।
মন ভোলানো যা
কেবলই নয়কো তা,
জীবন এখানে সুখদুঃখের গাঁথা
জলেতে জলাঞ্জলি
জীবনের যত অলিগলি,
অব্যক্ত ব্যথাভারে যেন হয় বলি।
জীবন এখানে জলে
ডিঙ্গীতে দোলে পলে পলে
মাছেরা লুকায় সহসা অথই তলে
তারপর ভরা মৌসুমে
ধানের শীষ হাসে এসে ভূমে
তবু অনিশ্চিত যেন ললাট চুমে।
--০৬/১২/২০১৯