জীবন
--
চোখ দুটি থাকে বন্ধ তাদের,
যদিও বন্ধুর পথে হেঁটে যাওয়া বারণ
মুখে থাকে চিলতে হাসি,
আর অন্তরে অনুচ্চারিত শব্দাবলী,
তারা আসে,তারা চলে যায়
সংগোপনে দলে দলে
তারা মিশে যায় অবশেষে
অজস্র মুহূর্তের মিছিলে;
তাদের চলার পথে থাকে
লজ্জাবতী লতা,কাঁটা মেহেদির ঝোপ
কখনও রক্তাক্ত হয় পদযুগল
তবু তারা থামে না।
রিক্ত নিঃস্ব যারা
তাদের ঠিকানা থাকে না
তবু তারা চলে ঠিকানার খুঁজে,
দিনশেষে সমর্পণ অনিশ্চিতে---
এই পৃথিবীতে তারাও থাকে,
যাদের ঠিকানা থাকে
তবু ভাবলেশহীন, সঙ্গীত থাকে সঙ্গিবিহীন,
তারাও খুঁজে ফেরে অন্য ঠিকানা
সবাই একত্রিত অথচ ভিন্ন ভিন্ন প্রার্থনায় মৌন হয়,
পৃথিবী তবু শব্দহীনের মৌনতায় অবিচল।
প্রতিটি চোখে থাকে অন্বেষণ,
জীবনের বাঁকে বাঁকে খুঁজে ফিরে আপন দিগন্ত
সাহসী,ক্লান্ত,সচকিত ভীতসন্ত্রস্ত প্রতিটি পদক্ষেপ
মিশে যায় মহাকালে
শূন্য,পূর্ণ সব তরী অবশেষে ভীড়ে
অচেনা বন্দরে
যত থাকে প্রশ্ন অসমাপ্ত উত্তরে
সমাপ্তি ঘটে তার সময়ের শেষে
অসংখ্য আকাঙ্খা বিলীন হয় চিরতরে,
শুধু রহস্যময় পৃথিবী আবার সাজে নতুন সাজে।
--১৬/১০/২০১৯