ঝড়ের পরে
--
ঝড়ের পরে রোদ উঠেছে
চায়ের কাপে ঝড় উঠেছে

তেলাপোকার দম হল শেষ
সমনজারি হল তো বেশ

তেলামাথায় তেল ঢালা শেষ
সাক্ষীসাবুদ হল মেলা পেশ

মেঘের আড়াল থাকলে ভালো
আলোয় বিপদ, ধরলে কালো

ঝড়ের পরেই বৃষ্টি নামে,
গঞ্জের মিয়া ফোল-রে পামে!

পাপ খুঁজে যাই ভিন্নমতে
নিজেরই পাপ শ'তে শ'তে

ছোট্ট পাত্র পাপে বোঝাই
সবাই স্বর্গ মাপে  সোজাই

থামলে ঝড় শান্ত জল
সবাই দেখি হীনবল

দৃষ্টি জুড়ে আবার মেঘ
থামলে জীবন থামে বেগ।


০৮/১২/২১