ঝড় বয়ে যায়
--
ঝড় বয়ে যায় প্রলয় সাথে,
ঝড়ের পরে শাম্ত যখন
ধ্বংসলীলা মাতম জাগায়।
ঝড়ে থাকে অগ্নিসম দহন,
বনের ঝড়ে বৃক্ষপতন
মনের ঝড়ে তুষের দহন।
উড়িয়ে নিয়ে কোথায় ফেলে
টুকরো করে আস্ত একটি মন
টুকরো করে আস্ত একটি জীবন
হঠাৎ ঝড়ে জীবন জুড়ে বিভীষিকা নামে।
আগুন যখন জ্বলে, যায় না তারে ঢাকা,
ঝড়ের নিশান থাকে তেমন জাগ্রত,
গুঁড়িয়ে দিয়ে দাগ রেখে যায় জীবনে।
ঝড়ের পরে শান্ত জীবন,
দগদগে এক তীব্র ক্ষতের নেই উপশম,
বয়ে বেড়ায় আস্ত জীবন জুড়ে।
১৩/১১/২০