ঝড়
---
অসময়ে ঝড় বয়,আমি বলি বেশ আছি
আমার দু'চোখে নামে গাঢ় অন্ধকার,বেশ আছি
আমার চলার পথে কাঁটা বিছানো,তবু বলি বেশ আছি
দৃষ্টি আবদ্ধ সীমাবদ্ধ গণ্ডীতে,তবুও বেশ আছি
আমার আমিত্ব বিনাশ তোমার মন্ত্রে,তবুও বেশ আছি
আমার অস্তিত্ব হুমকীতে অবিরত, তবুও বেশ আছি।
আমার কষ্টে আঁকা দৃশ্যপট কালিমায় লিপ্ত হয়,
আমার ভবিষৎ প্রজন্ম কাঁদে সীমাহীন অনিশ্চয়তায়,
আমার শিয়রে ফুঁস ফুঁস করে বিষধর নাগিনী
তবুও বেশ আয়েশে কাটাই বিনিদ্র রজনী
ক্লায় কেশে যাপিত জীবনে হানা দেয় পাপিষ্ট শত
তবুও আমি বেশ আছি।
হৃদপিন্ডে অনবরত আমার রক্তাক্ত ক্ষরণ,অধিকার হারায় জন কোলাহলময় জনারণ্য নগরীতে
তবুও বেশ আছি
যতদিন আছে শ্বাস বিবর্ণ অঞ্চল
শীর্ণ কায়া তনু তবু
আমি বেশ ভালই কাটাব দিন।
----৩০/০৬/২০১৮