ঝর্ণা
---
ঝর্ণা তুমি ঝরঝর বয়ে যাও,
এত প্রাণ তুমি কোথায় যে পাও
কোন সুদূরে তোমার চলে যাওয়া
অবাক পথের সাথীরা সব।
তোমার ধারায় সাজে উৎসব স্নান
পূণ্যবতীর তীরে,
তুমি মিশে যাও লীন হও
অকূল সমুদ্রজলে, ভিন্ন চিরচেনা।
১৯/১১/২০