ঝিনুক
-- রুবি বিনতে মনোয়ার
একটি নদী, একটি ধারা
আমায় উদাস করে,
ঝিনুক তুমি কোথায় বল
কোন পাথারের পরে?
এই যে আমি তপ্ত রোদে
ঘেমে নেয়ে ক্লান্ত জল,
আড়াল হলে সংগোপনে
মেঘে লুটায় ওই আঁচল।
কোন সাগরে হারিয়েছ
তোমার ডাগর আঁখি?
তুমি কি গো শ্বেত কপোত
না কৃষ্ণকায়া পাখি?
কোথায় তোমার উর্মিমালা
কোথায় জলের ধারা?
দিলে সবই উজাড় করে
হয়ে সকল হারা।
ঝিনুক তুমি মেঘরে ডাকো
তোমার সাথী হতে
বাদল দিনে কাটব সাঁতার
হব তোমার মিতে।
একটি কদম নেব হাতে
তোমার জলের পারে
একটি ঘাসের একটি ফুল
দেব আমি কারে?
তপ্ত হাওয়া শীতল করে
ঝিনুক নদীর হাওয়া,
ঝিনুক তুমি ভালবাসা,
অনেক দিনের চাওয়া।
আমার হাতে চুপটি করে
হাত মিলাবে তুমি
ঝিনুক তোমার শীতল জলে
কাটব সাঁতার আমি।
জানি জানি বারিধারা
আসবে নেমে ধেয়ে,
ঝিনুক তোমার চঞ্চলতায়
কাঁদবে আকাশ মেয়ে।
শীতল জলে ভরাট হবে
তোমার ক্ষীণ কায়া
ঝিনুক তুমি আবার দিবে
সাঝের বেলায় মায়া।
ঝিনুক একটি নদীর নাম
মায়ার দেশের রাণী,
ঝিনুক তুমি দুলবে ঢেউয়ে
মেঘের ছোঁয়ায় জানি।
২০/০৭/২০১৮