জেগে ওঠা
---
সুমিষ্ট ঘুমপাড়ানি গানে
সুষুপ্তিতে মৌন পৃথিবী,
ঘুণেপোকা মেতে থাকে ক্ষয়ের লয়ে,
কেউ টের পায় না
তারা অবিরাম স্বপ্ন দেখে
পাতালপুরীর রাজকন্যা, সুস্বাদু ফলমূল
কিংবা বোধশক্তিহীন ভাবাবেশে মগ্ন কেউ,
হঠাৎ কেউ জেগে যায়,
চারপাশে হিমধরা আতঙ্ক
কেউ একজন ডাক দেয় 'আয়'
অমনি মৌন পৃথিবীতে কোলাহল জাগে
গ্রহ-নক্ষত্রে বৈরী মনোভাব
তীব্র কলহে উল্কাপিণ্ড ধায়,
টালমাটাল সব, সবকিছু স্বাভাবিক থাকে না আর।
ওরা দলে দলে জাগে আর থাকে মিছিলের অগ্রভাগে,
যা কিছু হয়েছিল হাতছাড়া
সব একে একে ফিরে পেতে হবে,
হৃতগৌরব ফেরাতে মুখর পৃথিবী,
যত দৈত্যদানব মুখ থুবড়ে পড়ে,
এখানে ওখানে লোহিত শোণিত,
শ্যামল ঘাসে ফোটে লাল ফুল
একত্রিত মানুষেরা জন্ম দেয় মহানায়কের,
চেনা পৃথিবী আবারও রঙ বদলায়,
কখনও একই রঙে সাজে না
উর্বরা পৃথিবী,
নিরুদ্দেশে ঘুমপাড়ানি মাসি পিসি
ওরা জেগে আছে সতর্ক পাহারায়।
২/৮/২৪