যে থাকে চুপ
---
আজ না হয় চুপ করেই থাকি,
কী বল!
আমাকে ঘিরে যত আয়োজন
বাহুল্যের বাড়াবাড়ি
কেমন যেন ঘোর লাগে সমগ্র অস্তিত্বে।
না হয় আজ দেখতে থাকি নিবিষ্ট মনে
কোথায় দাঁড়িয়ে আছি,
কিছু মিষ্ট কথা, কিছু সান্ত্বনা বাক্য
সবচে ঢের হল অমিয় বাণী
পরতে পরতে যার গুপ্ত সুমন্ত্রণা।
সুদৃশ্য আসন যার চারপাশ স্বর্ণখচিত
হিতবাক্য বর্ষণ যত ওখানেই মানায়,
ওখান থেকেই ঝরে অমূল্য অরূপ বাণী যত;
ধন্য অক্ষিযুগল, ধন্য কর্ণকুহর
এ জীবন ধন্য মানি,
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে।
নিভু নিভু শিখা, কোনমতে জ্বলে
কোনমতে ধরে রাখে প্রাণ
দৃষ্টির অগোচর, ভাবনার অগোচর
যে কথা থাকে সঙ্গোপনে
সে থাকুক আরও গহীন অন্তঃপুরে
বালুচরে গড়ি কল্পনার সোনার মহল।
৫/১০/২৪