যাত্রা
--
রক্তজবার মত চাঁদ
দূর আকাশে,
আর পথের নেই তো শেষ,
অবশেষে
অবশিষ্ট থাকে কেবলই ক্লান্তি।
কান্তিময় উজ্জল দূত
দাড়ায় দুয়ারে,
আর সাথে চলে তার
সবটুকু নিয়ে
সন্ধ্যাতারার দেশে।
--২৯/১১/২০১৯