যারা যাবে
---
যারা যাবে ওপারে
তারাই জানে না ঠিকানা,
যারা অচল স্থবির
তাদের বুকপকেটে ঠিকানা
জ্বলজ্বল করে,
যেন তিমিরে তারার বাতি।

তারা হয় আগুয়ান
অথচ ওপারে যাওয়ার টিকেট
তাদের নেই করায়ত্ত
যার থাকে ঠিকানা
সে হয় রাতকানা, টিকেটশূন্য।

আস্তিনে মাকড়শার জাল,
যারা ব্যস্তসমস্ত হয়ে
ঘাটে তরী খুঁজে
তারা জানে না নিঃসীম অন্ধকারে
কী থাকে অপেক্ষায়,
তবু আকুলতা---
ঠিকানার খোঁজে চিরকাল।
২২/০৯/২১