যারা ফিরে গেছো
----
যারা ফিরে গেছো
সবার জন্য আমি প্রার্থনা করি
প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে,
যারা আমায় কিছুটা সময় দিয়ে ঋণী করে গেছো---
কিছু পথ থাকে সরলরেখার মত,
জীবনের জটিলতা করে না রেখাপাত,
আমাদের কাটানো সময়গুলো তেমনি ছিলো,
ছিলো নিষ্পাপ ভালোবাসায় পরিপূর্ণ।
নদীর জীবনে ভাঙা আর গড়ার খেলা অবিরাম,
মানুষের জীবনও তো তাই
কত আসা আর যাওয়া, কত দেনা আর পাওনা
কত প্রাপ্তি আর দীর্ঘশ্বাসের সমষ্টি একটি জীবন
জীবনে থাকে আগমন,থাকে প্রস্থান
কখনও নীরবে,কখনও সরবে
কোথাও কেউ যায় না হারিয়ে,
হয়তো থাকে দৃশ্যমান কিংবা অদৃশ্য, থাকে হৃদয়-পিঞ্জরে।
কখনও ভালোবাসায়,কখনও বঞ্চনায়
কখনও আনন্দে,কখনও চোখের জলে ভাসে স্মৃতিময় রোমন্থন
যার যার প্রাপ্যটুুকু বুঝে নিয়ে যে যে চলে যায়,
কেউ পিছু ফিরে দেখে,কেউ দেখে না,
জীবনের ঘূর্ণাবর্তে পাক খায় মায়ার বন্ধন,
মায়ার খাঁচায় থাকে আলগা বাঁধন,পাখি উড়ে যায়
যারা উড়ে যায়,যারা রয়ে যায় সবাই থাকে হৃদয়ে বন্দী,
তৃষিত হৃদয়ের শান্তনা সবাই ভালো আছে।
যে যার মত ভালো থাকুক,আঁচলে পেতে সুখ দুঃখ
কেউ কেউ গায়,"পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়"!
মায়ার ছলনায় পূর্ণ পৃথিবীতে প্রতিটি নিখোঁজ আত্মা ভালো থাকুক,
ভালো থাকুক ঋণী করে যাওয়া হারিয়ে ফেলা সময়ের মানুষগুলো।
২০/০১/২০২০