জানে অন্তর্যামী
---
কেউ থাকে পাশে যোজন যোজন ব্যবধান
যোজিত অলক্ষ্যে,
অন্তর্যামী জানে কারও বসবাস অন্তঃপুরে
নিঃশব্দ প্রার্থনায়।
সহস্র আলোকবর্ষ দূর থেকে স্পর্শে অন্তরাত্মা
দূরত্ব নয় অন্তরায়,
যখন পাড় ভেঙে পড়ে কোথাও, ঝড়ের পূর্বাভাসে
চৌচির হৃদয়জমিন।
পিয়াসী মাঠ অযাচিত মিনতি রাখে সকরুণ রাগে
বৃষ্টির প্রার্থনায়,
যে জানে সেই জানে কোথায় সম্মিলনের সুর,
যে সুর চিরদিন বেসুরো বাজে।
কোথাও কোন এক শুভক্ষণে নক্ষত্রের সাথে দেখা
আরেকটি নক্ষত্রের,
সেই শেষ দেখার পরে, চলে যায় অযুতবর্ষ নীরবে,
পোড়া মন জানে দহন কারে বলে।
খসে পড়ে নক্ষত্র, দৃষ্টির অন্তরালে খসে পড়ে-
আর তো হবে না দেখা।
কী জানি কোন হুতাশে ক্ষীণ অবয়ব, নিভু নিভু দীপ-
চিরদিন যে ছিল অন্তঃপুরে,
কেউ জানে না, জানে অন্তর্যামী, দুঃসহ বিপ্রতীপ নিয়মে
চিরদিন যে নদী ভাটিতে গড়ায়,
জলহীন মেঠোপথ উদাস দৃষ্টি রাখে আনমনে কার
জলহীন শুষ্ক রুক্ষ অক্ষিকোটরে।
♥তোমার বিষন্নতা যখন আমায় ছুঁয়ে যায়,
আমার আলো হয় বিষন্ন, কালো
ছেয়ে যায় আমাতে বিষন্ন অন্ধকার ♥
০৬/০২/২২