যাবার বেলায়
--
আমাতে মগ্ন ছিলাম আমি,
ওদিকে সূর্য অস্ত যায়,
প্রাণের ভেতরে কাঁদে প্রাণ
শেষ চিঠি তার পড়েছে গোধূলী
ছিল না প্রতি উত্তর।
যাওয়ার পালায় থাকে না
কিছুই চাওয়ার
শুধু নির্বাক জোছনা কাঁদে
সাথে কিছু হাওয়া,
পড়ন্ত বেলায় অলস সুন্দর
পড়ে থাকে একাকী,
কেউ কথা বলে না,
সব ফুল একসাথে রয় নিশ্চুপ।
১৫/০৮/২০