হঠাৎ
---
মন খারাপের সারাবেলায়
হঠাৎ করেই এসো,
ভাললাগার সুরের ছোঁয়ায়
এমনি করেই হেসো।
অমাবস্যায় যখন মনে
আঁধার নেমে আসে,
খুঁজে বেড়ায় আপনজনে,
কেউ থাকে না পাশে।
ভাসিয়ে দিও আলোর খেয়াহঠা
বিষন্ন এই সন্ধ্যা,
সুবাস তার ছড়াক কেয়া
আর রজনীগন্ধা।