হিসাব
---
আর কিছুক্ষণ না হয় অপেক্ষা করি,
সময় তো হয়নি শেষ,
সময়টা পূর্ণ না হলে
বহুকিছু থাকে দেখার বাকী---
মসৃণ পথ কখন হবে অমসৃণ,
সরলপথ মিলবে কখন এবড়োখেবড়ো পথে
দেখার তো আরও রয়ে গেছে বাকী,
এ দিন তো নয় দিন, আরও বাকী আছে।
অদৃশ্য কালিতেও কিছু লেখা হয়,
অমোচনীয়, কঠিন সত্য লেখা,
পালাবার পথ কই?
পালাবার তো পথ নেই,
প্রতিটি কর্ম শেষে বাকী থাকে ফল
আমরা না হয় অপেক্ষায় থাকি কিছুক্ষণ,
কর্ম শেষের যে ফল তার অপেক্ষায় থাকি,
সময় তো দেবে না ছাড়, পাই পাই হিসাব
বুঝে নিতে হবে।
মানুষ তো ছাড় দেয়, দেয় না কি!
অদৃষ্টের নয়, কর্মফলের অপেক্ষায়
মহাকাল বুঝিয়ে দিবে হিসাব,
হিসাবটা কিন্তু রইল বাকী,
প্রতিটি পদক্ষেপ এঁকে রাখে চিহ্ন,
প্রতিটি পদক্ষেপের চিহ্ন হয় পথ,
পথের শেষেই হয় অপেক্ষার অবসান
আমরা অপেক্ষায় থাকি,
প্রত্যেকে নিজের অজান্তেই অপেক্ষায়
অবধারিত কর্মফলের।
১৬/১০/২২