হেমন্তের সকালে
---
হেমন্তের সকালে
একরাশ মুগ্ধতা ছড়িয়ে
সূর্যটা হেলেদুলে উঁকি দেয়
অনিচ্ছায়,আলসে ঘুমকাতুরে যেন
কুয়াশার চাদরে ঢাকা যত ঘাসফুল সাজে
তারুণ্যপ্রভায়,পত্র লিখে উত্তুরে হাওয়া তাই ধীরে
শীতের ঠিকানায়,সঞ্চিত ব্যথাভার ঝরাপাতাদের ভীড়ে।
ফসলের গন্ধ লেগে থাকে মাঠে ঘাটে,কৃষাণীর অবয়ব জুড়ে
মুগ্ধতা অপার,নতুন ধানের শীষে থাকে জীবনের ঘ্রাণ,
দুটি চোখ সাজে অপূর্ণ স্বপ্ন পূরণের স্বপ্নকে ঘিরে।
হলুদ যত পৃথিবীতে আসে পাখিদের ডানায়,
সুবাসিত শষ্য সম্ভার ঢালে রূপ তার,
দেখে তৃপ্ত হৃদয়,আত্মমগ্ন
অকস্মাৎ যেন স্বপ্নভঙ্গ,
শূন্যতা উঠোন জুড়ে।
২৭/১১/১৯