হাতছাড়া
---
কবে কখন সব হাতছাড়া হল
জানি না এই হতচ্ছাড়া আমি,
আমার নিকোনো উঠোন, মাটির পিদিম
নেশা ধরা মাটি, মাটির সুবাস
মাটিময় খাঁটি জীবন,
সব ফেলে আমি শূন্যে বেঁধেছি ঘর,
মাটি যখন নেই আর
কিছুই থাকে না তখন।
আমার পূর্বপুরুষেরা স্বপ্ন বুনেছিল
মাটিকে ঘিরে, তারা আবাদ করেছিল,
শিখেছিল কীভাবে আগলে রাখতে হয়
কীভাবে উষর ভূমি সবুজাভ হয়, শিখেছিল,
আমরা এখন মাটি পুড়াই, মাটি ছেড়ে
শূন্যে থাকি, শূন্যে উড়াই স্বপ্ন;
মাটি ছেয়ে যায় বিষাক্ত করাঘাতে,
মাটি ভুলে মেতে থাকি কৃত্রিমতায়,
মাটি তবু ডাকে আয় আয়,
আমরা ছেড়ে যাই মাটি,
আমরা তাই আজকাল অনায়াসে
ভুলে যাই মা'কে-ও,
হাতছাড়া সব, হয়ে স্বর্গপতন।
২৯/০১/২১