হারানো দিন
-----
এই বেণুপথে আমি হে্ঁটেছি বহুদিন
হেটেছি একা একা
একা একা স্বপ্ন বুনেছি কত,
এই নিস্তব্ধ প্রাণহীন নগরীতে
কোন একদিন বসবে মিলন মেলা।

পথের কাঁটাগুলি সরিয়ে দিয়েছি সযতনে,
নবীন পথিকেরা আসবে বলে
কাঁটার আঘাতে হয়েছি রক্তাক্ত
তবু হাল ছাড়িনি,স্বপ্ন বুনেই গিয়েছি
আজ এই পথে অনেক কোলাহল।

হেঁটে যায় মধুর হেসে, কত কথা বলে তারা
নবীব পথিক হেটে যায় পথে,
সেই বেণুবন আজ সুরভিত পুষ্প সম্ভারে
সময়ের প্রয়োজনে বসতি গড়েছে মানুষ,
নগরপিতা আজ সগৌরবে সমাসীন।

আমি শুধু হারিয়ে গেছি,ভুলে গেছি পথ
সুর ভুলে গেছি-- সেই বেণুবনে কত
পাতার বাঁশিরা একসাথে সুরের কলতান
বেজে বেজে আমায় প্রগাঢ় শান্তি দিত
আমি ভুলে গেছি পথের নিশানা
পথটা রয়ে গেছে - মিশে গেছে জনসমুদ্রে।

আর আমি হারিয়ে গেছি কখন দূর আকাশে
অনেক তারার সাথে,একটি তারা হয়ে
জীবনে অনেক দীর্ঘশ্বাসেরা একসাথে থাকে
একসাথে সঙ্গী হয় একাকী কোন মানুষের সাথে
এইতো জীবন,এই বেণুবন,এই সুখী মানুষেরা
আপাতত দুঃখ ভুলে থাকে অভিনয় করে
দুঃখ শুধুই নির্জলা সত্য হয়ে বাসা বাঁধে
কোন কোন মানুষের সারাটি জীবন ধরে।
----- ৪/৬/২০১৮