হাওরের পড়া
--
--"কালিদহ সায়রে জলের ভেতর রত্ন থাকে
চল বাপ যাই নাও বেয়ে যাই,"
--"জলের ভেতরে মাথা উঁচু করে ইস্কুল ডাকে
বাজান নাও বেয়ে আজ ইস্কুলে যাই।"
--"ইস্কুলে মাছ নাই, খাবার যোগান আগে"
--"বাজান পড়াটা স্বপ্ন তাই ইস্কুল আগেভাগে।"
--"বাপ ইস্কুলে মাস্টার থাকুক বসে নেই কাজ তার
মাছেরা ডুব দেবে হঠাৎ পাব না খুঁজে আর।"
--"বাজান যদিও কঠিন পড়া তবু আমি ইস্কুলে যাব"
--"কঠিন পড়া পড়ে কাজ নেই,চল অবেলায় মাছ না পাব।"
আজ উথাল-পাতাল ঢেউয়ে মাটি খসে পড়ে,
ছোট ডিঙ্গি নাও সাধ্য কী তার এত সহ্য করে!
এপার ওপার জল শুধু জল বসতি অনেক দূরে,
ইস্কুল দাঁড়িয়ে ঠায়,সকাতর অপেক্ষা নয়ন জুড়ে।
জলার মালিক অন্যে তবু হাওরে চলে রত্ন খোঁজার পালা,
এখানে জীবন অন্যরকম,সাজাতে নেই কোন বরণডালা।
কখনও সচল কখনও অচল জীবন ও প্রকৃতি একইরকম
হেমন্তে পা,বর্ষায় না,চিরদিন মনে কে দেয় আনি যখম।
হাওরের জীবনে কিশোরির চোখে থাকে না বিরাট স্বপন
কিশোরের চঞ্চলতা আপনি থামায় আফাল আসে যখন।
বোরোর মৌসুম আসে,সারাবছরের খোরাকি যদি মেলে,
ভাগ্য এখানে প্রকৃতিনির্ভর, তবু খুশিতে মাতে কৃষাণ, জেলে।
মাঠের পর মাঠে সবুজ চাদর বিছায়ে দিয়েছে কে
হলুদ বরণ কেমন মায়ায় সবাইকে একসুরে ডাকে।
আকাশে কালোমেঘ বিজলীর ঠমকে কৃষকের মন কাঁপে,
--"চল বাপ ধান কাটি,ঢলে যদি হারাই সব,কার অভিশাপে"।
ধান কুড়িয়ে টুকরী ভরে কচিমুখে ঈষৎ ঘামের ছাপ,
--"বাপ-পুতে মিলে শষ্য নেবো হাতে, চল এবার বাপ"
একমন ধানে কিছুই মেলে না,অন্নের দাম এতটাই তুচ্ছ,
হাড়ভাঙা শ্রমে খিদে তবু থাকে,কেউ বেড়ায় লাগিয়ে পুচ্ছ।
বন্যা গেল,ধান মাছ সবই গেল,গালে তার হাত
--"চল বাপ ভোলাগঞ্জ যাই, পাথর টেনে মিলাই পান্তাভাত।"
কাজের ফাঁকে খুব মনে পড়ে ইস্কুল আর স্যারের কথা,
লেখাপড়া শিখে মানুষ হবে, স্যারই বলেন কাটবে দীনতা।
বই খাতা পড়ে থাকে, হিসেব মেলে না সংখ্যায়,
কী হবে ভবিষ্যতে, স্যারেরা আছেন আশঙ্কায়।
নিত্য নতুন কাজ বাড়ে, বই-খাতা টাঙ্গনিতে থাকে ঝুলে
বুকের ভেতর তার পড়াগুলো ছন্দে ছন্দে দোলে।
জীবন যেখানে অনিশ্চয়তায়, শিক্ষা সেখানে গৌণ,
তাপিত পীড়িত কত বাবা থাকে চিন্তায় ধ্যানে মৌন।
হাওরে এবার বিজলী বাতি জ্বলে,অন্ধকারে এবার আলো
ইস্কুলে আছে সুবিধা এখন কত,দূর হবে কুশিক্ষার কালো।
কৃষাণ জেলে জলে জ্বলতে দেখে একটি আগামীর দিশা,
শিক্ষা নাকি এনে দেয় আলো, দূর করি সকল অমানিশা।
শিশুদের হাতে নতুন বই,আছে রঙিন ইস্কুল যদিও দূরে
আছে নতুন নতুন স্বপ্নপূরণের অজানা আকর্ষণ দৃষ্টি জুড়ে।
দুনিয়া এখন হাতের মুঠোয়,ইচ্ছে মত দেখি সারা পৃথিবীকে,
ক্লাসেই পর্দা এখন পৃথিবী যখন,আলো আলো বল নিবি কে!
পড়াটা এখন কঠিন লাগে না,কেমন সহজ হল লেখাপড়া,
সময়ে কাজ করি, ইস্কুলে যাই বইখাতা নিয়ে করে ত্বরা।
২৮/১১/১৯