গোপন ক্ষত
--
যতটুকু বলেছি তোমাকে
ঢের বেশি রয়েছে গোপন,
সযতনে আজীবন লুকোনো প্রকোষ্ঠে।
যে কারণে অবিরাম রক্তক্ষরণ,
ক্ষতবিক্ষত তপ্ত হৃদয়
ভেতরে দহন দু-হাতে যদিও ফুল।
তুমি এনেছ দুষ্ট ক্ষত
তুমি করেছ ধ্বংস যাবতীয় সুখ
নিজের আপাত সুখের জন্য।
সবটুকু চাপা রেখেছি নিজের জন্য,
তুমি দেখ প্রজাপতি উড়ে বনে,
দেখ না কত ফুল হয় বৃন্তচ্যুত।
২৫/০১/২১