গণ্য
--
হাসি যত পাক তবু
মুখে চাপো তুলো,
মশা মাছি যেতে পারে
যেতে পারে ধুলো।
হাসি নেই এ জগতে
কে বলে মিছে!
কত হাসি দেখ চেয়ে
আশেপাশে পিছে।
মনে আছে ব্যথাতুর
কত শত জ্বালা,
সেই সব চেপে রাখো
মুখে মারো তালা।
তারচেয়ে চল সবে
দেখে যাই রঙ্গ
চাপা হাসি চোখে জল
দেই রণে ভঙ্গ।
কেবা আছে সাথে কার
অভিনয় অবিরাম,
বেশ বেশ বলি তবু
থাকুক না বিধিবাম।
চেয়ে দেখি নত মুখে
দেখে হই ধন্য,
সাথে আছি এই বেশ
সংখ্যা,অঙ্কে গণ্য।
--০৩/০৮/২০১৯