গন্ধেশ্বরী
--
নদীর নাম গন্ধেশ্বরী, গাঁয়ের নাম গন্ধমতী,
মন্দ বাতাস যায় খেলে গাঁয়ের কোলটি ঘেষে,
গন্ধেশ্বরীর জল দোলে যায় সেই গন্ধটি পেয়ে
কালাইর ফুল ফোটা শেষে পাখীর সুরে গান
গন্ধেশ্বরীর জলে ভাসে মনের সাম্পান,
সাম্পান চড়ে আসে বণিক, সওদা করবে বলে
গাঁয়ের মানুষ কত খুশি, বসবে মেলা হাটে
কাচের চুড়ি রিনিকঝিনিক, মাথায় লাল ফিতা
নাকের নোলক কানের দুল আর পরনে নীলাম্বরী,
মাটির হাঁড়ি, হাতী-ঘোড়া কত রঙের ফানুস,
গাঁয়ের কিশোর আপনমনে রঙের খেলায় মাতে
এমনি হাসি এমনি খুশি থাকে বারোমাস,
নদীর জলে গাঁয়ের ছবি আপনি থাকে লীন।
০৮/০৮/২০