গল্পটা
---
গল্পটা শেষ করতে পারিনি
বিশ্বাস কর গল্পের শেষটা আমি খুঁজে পাইনি
এ-যে শুধু তোমার আমার গল্প
এ গল্পের শুরুতে আনন্দ আছে, চপলতা আছে
মান-অভিমান কান্না-হাসির ছটা আছে
নেই শুধু শেষের ক্লান্তিটুকু, তাই নেই কোন প্রাপ্তি,
যুগ যুগ ধরে এ অন্তবিহীন গল্পের পথ চলা অবিরাম
পাওয়া না পাওয়ার বৃত্তে আটকে থাকা কিছু সময়
বার বার কিছু মানুষের জীবনে আবর্তিত এই গল্প।

এ গল্পের পাত্রপাত্রী কল্পনায় অবগাহন করে
আর সুখ স্বপ্নে বারবার শিহরিত হয়
এ পারে আমি তরীবিহীন তুমি ওই পারে
অহর্নিশ বিরহজ্বালায় কণ্ঠ মিলাই চাতকীর সুরে,
এমন যদি হত তৃতীয় কোন এক ধারা
মিলিয়ে দিত দুই বিপরীত স্রোতের প্রবহমানতাকে-  
তবুও ক্ষীণ আশা ছিল যে গল্পটা শেষ হবে
তুমি মন খারাপ কর না, সব গল্পের শেষ হয় না
সব গল্পের ইতি টানতে নেই।
১৫/১১/২৪