গহীনের ভেতর থেকে
-----
গহীনের শব্দ শুনি
হৃদয়ের ভেতর থেকে, বাহির থেকে
শব্দগুলো শব্দ করে।
যে লুকোয় গহন বনে,
সে থাকে অন্বেষণে
নতুন কোনও যুগের খবর
যদি আসে ভেসে।
মনের কথা খুব গহীনে
আড়াল করে কেউ,
কেউ নিজেই লুকোয় গহীন বনে
কৃতকর্ম্ম করে যেন আড়াল।
রহস্যময় শব্দ থাকে,
শব্দগুলো হঠাৎ করেই
বেরিয়ে আসে, মুখর করে
আকাশ বাতাস, প্রকাশ করে
খুব গহীনের আড়াল থেকে,
গহীনের ভেতর থেকে।।
১৫/০৭/২০