ঘুড়ি ও মেঘ
--
শরৎ তোমার ওই আকাশে
উড়িয়ে দিলাম ঘুড়ি,
ইচ্ছে মত ভেসে বেড়াক
সারা আকাশ জুড়ি।
যদি আমি ঘুড়ির মতন
উড়ে যেতাম মেঘে,
কাশের বন ডাকতো কিগো
চমকে যেত বেগে!
ওইখানেতে মেঘের দেশে
সোনার রাজকন্যা,
কালো বেণী দুলিয়ে হাওয়ায়
দিচ্ছে আলোর বন্যা।
সেই আলোতে ভেসে যাব
আমিও মেঘের দেশে
ওই ঘুড়িটার পাখায় চড়ে
যাবই বেলা শেষে।
১৯/০৮/২০