ঘোর মোহে ত্রাস
-----
ভালোবাসা হয় জটিল, হয় সে বড় অন্ধ
তাইতো সে বুঝে না, ভালো কি'বা মন্দ,
মা ভালোবাসে অপত্যে, মধুর প্রেমময় বন্ধন
ভালোবেসে জীবন বিলায়, নেই প্রেমহীন ক্রন্দন।
ভালোবাসে পৃথিবীকে যত আছে জীবকুল
তবুও পরস্পরে নির্দ্বিধায় ফুটায় যে হুল
নদী বয় কলকল ভালোবাসা যতসব নিয়ে,
কখনও আবার করে চুরমার ভাঙনটা দিয়ে।
চাঁদ হাত বাড়িয়ে ছড়ায় আলো অফুরান
অমাবস্যা তারপর, গায় মন ভাঙা গান
হঠাৎ জোয়ারে প্লাবিত হয় মাঠ, জনপদ
ভাটার টানে শুস্ক পৃথিবী, আপতিত বিপদ।
ফুলেরা ছড়ায় গন্ধ ভাসায় সবে পুষ্পবিলাসে
কাঁটা থাকে, ঝরে যায় আমৃত্যু দুঃখপ্রকাশে
ভালো মন্দ নিয়ে গড়া এই পৃথিবীর প্রকৃতি,
কেউ হাসে, কেউ কাঁদে, ফেরি করে স্বীকৃতি।
কেউ পায় অবলীলায়, কেউ দলে যায় সব,
কেউ থামে, কেউ বয়ে নিয়ে চলে কলরব
মুখরিত আকাশ, মুখরিত পৃথিবীর সব দিক,
দিশাহীন দিন যায় , অবেলার যেন পিক।
প্রেম নেই জীবে, প্রেম নেই কোথাও
নিঃস্ব এখন ধরা,
প্রেমহীন নকল মায়া,
যেমন বনের পাতাঝরা।
খাঁটি প্রেম ক্রমে ক্রমে পেয়ে গেছে পৃথিবীতে হ্রাস
ভালোবাসার নামে আছে ইচ্ছাকৃত তৈরী করা ত্রাস
ঘোর মোহে অন্ধ, নয় খাঁটি যত প্রীতিডোর,
ইচ্ছাকৃত, কেঁড়ে নেয় ভেঙে নিয়মের দোর।
১৯/১/১৯