ঘাতক
---
ঘাতক ঘা দিয়ে যায়,
করে প্রাণটি হরণ,
ঘা দিয়ে ফুটায় হুল
সরবে কিংবা নীরবে।

কখনও অবয়বে ক্ষত
উপশম দুরূহ,
কখনও প্রাণ নিয়ে
করে খেলা চতুর বড়।

ঘাতক চিড় ধরায় বিশ্বাসে
সজোরে করে উৎপাটন
নিজস্ব ভিটেমাটি কিংবা
লালিত সংস্কার থেকে।

কখনও আঘাতের প্রাবল্যে
উদঘাটিত হয় রুদ্ধ দ্বার,
দূর হয় অন্ধকার
শীতল বায়ুর অবারিত আগমন।

ঘাতক কখনও গুপ্ত
কখনও প্রকাশ্য,
কখনও মৃত্যুদূত,
কখনও জীবনদায়ক।

কাতর কণ্ঠ দুর্বল চিত্তে
ঘায়েল করো না,
ঘা দিয়ে সজীব কর প্রাণ,
সংজ্ঞা বদলে দাও এবার।

পূণ্য নদীর তীরে
হোক আবাসন,
মানুষের দেখা হোক
ভালবাসার বন্দরে।
২৭/১১/২০