ঘাসফুল
---

ভালোবাসি ঘাসফুল
ঘাসে তুমি থাকো।
আমিও তো ঘাসফুল
সাথে শুধু রাখো।
চেয়ে থাকি দূরপানে
যদি ডাকে চাঁদ,
হাসি কাঁদি একসাথে
বুঝি নাকো ফাঁদ।
ঘাসে তুমি চলে যাও
পা দুটো মাড়িয়ে
বলে না তো কোন কথা
আগটা সে বাড়িয়ে।
দলে যাও, তুলে ফেলো
সব ভুল আগাছারে,
পরিপাটি থাকে বাগ
ভুলি ঘাস বাছারে।
ঘাসফুল চলো যাই
লোকালয় ছেড়ে,
একফালি চাঁদ সাথে
যাব না তো হেরে।
---২/১০/২০১৮