ফিরে পাওয়া
--
গাঙচিল সন্ধ্যায় খুঁজে
রাতের আকাশের তারা,
নিঃসীম অন্ধকার যেন
কেশের রাজ্যে হারায় আকুল মন।
অলিরা ব্যকুল পুষ্পকাননে
অঞ্চল পেতে দেয় সোহাগ রেণু,
কলিদের কলরবে সুপ্রসন্ন ধরা,
চিত্ত আকুল রঙ্গমঞ্চে।
স্বর্ণলতিকা দোলে বটবৃক্ষে
নিজস্ব পরিচয় হারিয়েছে কবে,
আপন মহিমা শূন্য, কেবল
কোন মতে বেঁচে থাকা।
সময়ের ফেরে রাজাধিরাজ
হারায় সিংহাসন,
পথের উপেক্ষিত ধুলো
সঙ্গী কেবল তার।
ছেড়ে যায় যারা ছিল পরিজন,
অচেনা আড়ালে লুকোয়
যারা নিয়েছে যত সুরভী,
অবশেষে আপনাকে খুঁজে পায় ফিরে।
--২০/১২/২০১৯