ফিরে যেতে পার
----
আবেগী খেয়ায় পাল তোলে
শরৎ আকাশে ভেসে যাওয়া মেঘের মত,
তোমার প্রথম ভাবনায় হয়ত কিছুটা ভুল ছিল।
গিরিশৃঙ্গে, মেঘের আলতো পরশে তোমার হাতের ছোঁয়া-
তোমার বিস্তৃত অনুভবে হয়তো কিছুটা বিভ্রম ঘটিয়েছিল।
খেই হারানোর কিছুতো হয়নি,এখনও আছে ঢের সময়।
রাত্রি এখনও তার শেষ ঘন্টা ধ্বনিতে ফুরায়নি প্রহর,
এখনও ভাবতে পার তুমি।
আমাকে নিয়ে তুমি দ্বিতীয়বারের মত ভাবতে পার,
আমাকে নিয়ে তুমি তৃতীয়বারের মত ভাবতে পার,
আমাকে নিয়ে তুমি শেষবারের মত ভাবতে পার,
আমাকে তুমি দিতে পার বিসর্জন চিরকালের মতই,
আমরণ বিচ্ছেদে সলিল সমাধি হতে পারে একটি স্বপ্নের।
স্বপ্নেরা জেগে থাকে ঘুমন্ত নগরীতে
স্বপ্ন কখনো একা থাকে না,
স্বপ্নেরা থাকে দলে দলে,একটি বিবাদ স্বপ্নদের স্বপ্ন দেখার স্বপ্ন কখনোই করেনা নিঃশেষ।
আমি জেগে থাকব স্বপ্ন নিয়ে,আমি বেঁচে থাকব স্বপ্ন নিয়ে,
ভাবছ কেন? স্বপ্ন তো শুধু তোমাকে ঘিরে নয়--
স্বপ্নের মিছিলে আমি হারিয়ে যাব একটি স্বপ্ন ভেঙে,
তুমি যদি ভাব- স্বপ্ন আমার স্থির আর তুমি তার কেন্দ্রবিন্দু!
ও তোমার নিজস্ব বিশ্বাস।আমি থাকি স্বপ্ন মিছিলে,
একটার পর একটা ক্রমাগত মিছিলে
আসবে আমার কতনা অধরা স্বপ্ন,
স্পর্শ না করি,তবুতো হাত বাড়িয়ে দেই।
অবশেষে আবারও বলি নির্জন সন্ধ্যায় তুমি যদি হাত ধর নিশ্চিন্তে অন্য কোন স্বপ্নের-
তবে তাই হোক,
শেষবারের মতই ভাবতে পার আমাকে নিয়ে,
নিশ্চিন্তে ফিরে যেতে পার তুমি তোমার নিজস্ব বলয়ে।
১/১/২০১৮