ফিরে এসো
---
পাখিরাও ফিরে নীড়ে
গোধূলি অস্তাচলে,
মেঘের পালক একে একে
পড়েছে খসে,
এবার কি হবে না ফেরা!
বাবার ঘামে ভেজা শার্ট
কাজশেষে বাজারের থলে হাতে
উনুনের তেল ঝোলে
মায়ের আঁচল
ভাইবোনের খুনসুটি
নিরুদ্বিগ্ন রাত শেষে
মিষ্টি ভোরের ডাক
সব পাখি ঘরে ফিরে
সব পাখি ঘরে ফিরে,
যখন সন্ধ্যা হয়
'তই তই তই'
মায়ের চিন্তাক্লিষ্ট মন
ডাকে বার বার
এবার তো ফিরে আয়---
বর্গীদের পালাগান শেষে
কোথায় পালিয়ে যায়
এবার আবার ভরবে গোলা
নতুন শীষে নতুন কুড়ি
যেন বিজয়ীর দল
তার হাসি বিলিয়ে দিল অকাতরে,
এবার আবার নতুন নির্মাণে
বিনিদ্র রজনী,
সময় তো ঘরে ফেরার
সন্ধ্যা হল, পাখিরা এবার ফিরবে নীড়ে।
২০/৮/২৪