ফিরে আসি
--
আমি তো ফিরে ফিরে আসি
হারাতে লাবণ্যে তোমার।
শুভ্র মেঘে আমি ভাসি
সাদা কাশবনে আমি হাসি
আমি ফিরে আসি
শিউলির মালা হয়ে
পরাতে তোমায় কণ্ঠহার।
আমি ফিরে আসি ছায়াপথ ধরে
তোমার স্বপ্নডিঙা নিয়ে
ভেসে যেতে অলকানন্দায়
ভোরের শিশিরে ছড়িয়ে মায়াবীস্পর্শ
আমি হই শুধুই তোমার।
২০/০৮/২১