ফেরা
--
আমার বাদল দিনের মত
তোমার ঝড়ো দিনের মত,
একলা তীরের ধারার মত
কাটছে যে বেলা।
আমার ছোট্ট বেলার মত
তোমার ভেজার নেশার মত
আমার খেলার দিনের মত
কাটছে যে বেলা।
দিনের স্বরূপ ক্ষীণ হলে
সূর্য যবে অস্তাচলে
ফিরবে কুলায় দলে দলে
ব্যস্ত পাগল জীবন্তেরা,
হৃদয় জাগে কুসুম তলে
প্রাণ হারানো অথই জলে,
দুঃখ বাড়ে পলে পলে
জানে কি হারায়? নিভন্তেরা?
আবার শাখে বৃষ্টি রেণু
আবার পাতায় বৃষ্টি রেণু
হাতের ছোঁয়ায়, মুঠোয় রেণু,
চল ফিরে যাই শৈশবে,
আবার মাখি পুষ্প রেণু
চড়িয়ে মাঠে মাঠে ধেনু
আবার দোলে বনে বেণু,
চল ফিরে যাই, কই সবে?
১৪/৯/১৮